কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কৃষ্ণনগর চ্যাম্পিয়ন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/IMG_20210530_202348.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার (৩০ মে) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে কৃষ্ণনগর ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে মথুরেশপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান ও মাহমুদ। এর আগে রবিবার সকালে মথুরেশপুর, কৃষ্ণনগর ও ধলবাড়িয়া ইউনিয়ন লীগ পদ্ধতিতে সেমিফাইনালে অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ক্রীড়া সংস্থার যুগ্ম আহবায়ক আশেক মেহেদী, ক্রীড়া সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক সামছুল হুদা কবির খোকন, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ইউএনও’র সহধর্মিনী মিসেস সামিরা খন্দকার, লেডিস ক্লাবের সহ-সভাপতি থানার ওসি’র সহধর্মিনী উপস্থিত ছিলেন।
আগামী ৩ জুন কালিগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন কৃষ্ণনগর ইউনিয়ন সাতক্ষীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন