কালিগঞ্জে বৃক্ষ কর্তনের পর রাস্তার পাশের জমির মালিকদের ১০ শতাংশ টাকা বিতরণ
“শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান ও “গাছ লাগান দেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে বৃক্ষ কর্তনের পর রাস্তার পাশে জমির মালিকদের ১০ শতাংশ টাকা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের পানিয়া আনসার-ভিডিপি ক্লাব কর্তৃক আয়োজিত ক্লাবের সভাকক্ষে এই টাকা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনসার ভিডিপি ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৭, ৮, ৯ এর সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শাকিলা আমিন, মাহফুজা খাতুন, ইউপি সদস্য প্রার্থী জিএম আকবর আলী, সরদার গিয়াসউদ্দিন, আব্দুর রশিদ পল্টু, সুশীলনের সাইদুর রহমান মিন্টু, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ।
এ সময় রাস্তার ধারে আনসার ভিডিপি কর্তৃক রোপণকৃত গাছের ১০ শতাংশ জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন