কালীগঞ্জে আধা ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে দিকে উপজেলার বেশ কয়কটি গ্রামে ঝড়ের তাণ্ডব শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ের আঘাতে ঝুপড়ি ঘর, টিনশেড, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা।
ক্ষতিগ্রস্তরা জানান, সকালে প্রবল বেগে ঝড়ো বাতাস শুরু হয়। নিমেষেই ঘরবাড়ি দোকানপাট লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো— পাঁচমাথা, গোপালরায়, রুদ্রেশ্বর, কাকিনা, চাপারতলসহ বেশ কয়েকটি গ্রাম।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান তাহির তাহু। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। একই সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন