কালীগঞ্জে দুঃস্থ হতদরিদ্র অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১১তম পর্যয়ে তিন মাস প্রশিক্ষণ শেষে ২১ জন অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে প্রগতি তুষভান্ডার ফেডারেশনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
প্রগতি ফেডারেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক , তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন