কালীগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় নারী প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেছে বিক্ষিপ্ত জনতা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। এর আগে ওই প্রভাষক রাস্তায় বসে একাই আন্দোলন করছিলেন। এসময় পুলিশের গাড়ি ভাংচুর ও ওসিকে লাঞ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর থেকেই লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ থানার সামনে কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মহাসড়কে বসেন। পরে ছাত্র জনতা ও এলাকাবাসী তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবীসহ কনস্টেবল পুলিশের গাড়ি নিয়ে থানার সামনে আসলে হাতীবান্ধা থানার ওসিসহ পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরে বিক্ষিপ্ত জনতার চাপের মুখে থানায় আশ্রয় নেন। এ সময় বিক্ষপ্ত জনতা প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেন।

স্থানীয়রা অভিযোগ জানান, দীর্ঘদিন থেকে বিভিন্ন মানুষকে হয়রানিমূলক মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করেন। কিন্তু তার ভয়ে কিছু বলা সম্ভব হয়নি। আমরা তার বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জেলা সদর দপ্তরের মিটিং শেষেই হাতীবান্ধা ফিরছিলাম। হঠাৎ যানজট দেখে কালিগঞ্জ থানার সামনে গাড়ি নিয়ে গেলে গাড়ি ভাঙচুর ও আমার ওপর আক্রমণ চালায়। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা প্রক্রিয়া দিন রয়েছেন। এ অবস্থায় আমাদের কিছুই করণীয় নেই। তবে তিনি কয়েকদিন থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তারাই সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিরাপত্তা স্বার্থে প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিক্ষপ্ত জনতারা বাহিরে মিছিল করছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবের তিনি বলেন, অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।