কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময় ও দোয়া মাহফিল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১জুন) বিকালে উপজেলার তুষভাণ্ডার করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশীদুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেবদাস বাবুল প্রমূখ।