কাল সাতকানিয়ার খাগরিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহর দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র সহযোগীতায় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সামাজিক দাতব্য সংগঠন এনুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশন ও ইয়ুথ ফোর্স চট্টগ্রামের আয়োজনে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া বটতল এলাকায় শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মহামারি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ রক্তদানের উপকারিতা, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মহামারি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারনা দেওয়া হবে বলে জানিয়েছেন এনুমিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশন চেয়ারম্যান শ.ই রাহী। নিজের রক্তের গ্রুপ কি? তা প্রত্যেকটা মানুষের জানা থাকা অতীব জরুরী। যারা এখনও নিজের রক্তের গ্রুপ জানেন না এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে জানেন না, কর্মসূচীতে উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে যাওয়ার আহবান জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন