কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ৫ ভারতীয় সেনা নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/06/jammu.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় অভিযান চালাতে গিয়ে বিদ্রোহীদের গুলিতে দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফের কর্মকর্তাসহ ৫ জওয়ান নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক বিদ্রোহীও নিহত হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আরশাদ আহমেদ খান নামে জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা ও স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
পার্সটুডে বলছে, নিহত সিআরপিএফ জওয়ানরা হলেন- সহকারী উপ-পরিদর্শক নীরু শর্মা, কনস্টেবল এস কুমার, কনস্টেবল এম কে কুশওয়া, সহকারী উপ-পরিদর্শক রমেশ কুমার ও কনস্টেবল মহেশ কুমার।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ শহরের কেপি সড়কে এলাকায় অভিযান চালাতে গেলে সিআরপি জওয়ানদের টার্গেট করে অজ্ঞাত বিদ্রোহীরা স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন