কিংবদন্তী অভিনেত্রী কবরী’র মৃত্যুতে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী’র শোক

ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কিংবদন্তী অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, `চলচ্চিত্র অঙ্গনে সারাহ বেগম কবরী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত কবরী তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমী মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনীতি, সংস্কৃতি ও চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি হলো। সিনেমা অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।