কিংবদন্তী অভিনেত্রী কবরী’র মৃত্যুতে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী’র শোক
ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কিংবদন্তী অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, `চলচ্চিত্র অঙ্গনে সারাহ বেগম কবরী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত কবরী তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমী মানুষের কাছে বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনীতি, সংস্কৃতি ও চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি হলো। সিনেমা অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন