কিমের সঙ্গে আলোচনার দিনক্ষণ ঠিক হয়েছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের স্থান ও সময় ঠিক হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা করা হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্টও বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠকের দিন ঠিক হয়েছে।
শুক্রবার হোয়াইট হাইসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখন আমাদের বৈঠকের একটি তারিখ ও একটা জায়গা ঠিক হয়েছে। শিগগিরই আমরা তা ঘোষণা করব।
এর আগে পরমাণু প্রকল্প নিয়ে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনার পথ সুগম করতে গত ৫ মার্চ দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে পিয়ংইয়ং যান। সেখানে কিম তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানেই ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন কিম।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দলটি ওয়াশিংটনে যায় এবং ট্রাম্পের হাতে কিমের আমন্ত্রণপত্র তুলে দেয়। ট্রাম্প তা সাদরে গ্রহণ করেছেন বলে পরে সাংবাদিকদের জানান প্রতিনিধিরা।
ট্রাম্প ও মুনের সঙ্গে বৈঠক কোথায় হবে তা নিয়ে এখনো জল্পনা-কল্পনা চলছে। অনেকেই ধারণা করছেন এ বৈঠক সিঙ্গাপুরে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন