কিমের সঙ্গে ফোনে কথা বলতে চান ট্রাম্প
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধের মহড়া।
এদিকে পরমাণু বাটন নিয়ে যখন তর্ক-বিতর্ক তুঙ্গে তখনই ট্রাম্পের বক্তব্যকে ঘির শুরু হয়েছে গুঞ্জন। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে নাকি ফোনে কথা বলতে চান ট্রাম্প।
এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার জানান, তিনি কিমের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে হতে চলা এই আলোচনা ইতিবাচক হবে বলেও আশাবাদী তিনি।
প্রসঙ্গত, শুক্রবার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসবে। প্রায় দু বছর পর দুই দেশের মধ্যে এই ধরনের আলোচনা হতে চলেছে বলে জানা গেছে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে হতে চলা সামরিক মহড়া বাতিল হওয়ার খবর উঠে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন