কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মো: রাকিব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার পূর্ব অষ্টগ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব পূর্ব অষ্টগ্রাম কবির খানদানের মো: রফিক মিয়ার ছেলে।

জানা গেছে, বিকেলে বাড়ির পাশে হাওর থেকে গরু আনতে যান রাকিব। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।