কিশোরগঞ্জের ভৈরবে অটোচালকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে সোহেল (২৬) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোহেল শহরের চন্ডিবের এলাকার আজগর আলীর ছেলে।
নিহতের ভাই মোরশেদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে অটো নিয়ে বের হন সোহেল। সারারাত সে বাসায় আসেনি। বেলা ১১টার দিকে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
ভৈরব থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, সোহেল দেড় মাস আগে জেল থেকে বের হয়। তিনি নিয়মিত নেশা করতেন। তাকে কী কারণে কারা হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে গাজীরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন