কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই ট্রাকচাপায় ২ পথচারী নিহত, আহত অন্তত ১০

কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঠবোঝাই ট্রাকের চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (২৩ মে) সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাঠবোঝাই ট্রাক ভৈরবের আকবরনগর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়।
এসময় ট্রাকটি দুটি অটোরিকশাকেও ধাক্কা দেয়, যেগুলো ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন