কিশোরগঞ্জের হোসেনপুরে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে কথিত কবিরাজের ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলেম-ওলামা ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনের সড়কের ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হোসেনপুর উপজেলার মধ্য পুমদী গ্রামে কথিত আহাম্মদ কবিরাজের মাজারে সপ্তাহব্যাপী ওরশের নামে মেলা, জুয়ার আসর, মাদকের আড্ডাসহ নানা অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। মেলায় ইসলাম বিরোধী কার্যকলাপও চলে।

এ মেলা চললে এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে আগামী ২৭ ডিসেম্বর থেকে ওরশ ও মেলা চালু করার ঘোষণা দিয়েছে। এ কারণে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ।

মেলা প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল বাছীর সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা মুশাররফ হোসেন, মাওলানা আবুল কাশেম জুয়েল, মাওলানা কারিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ বাকী, মাওলানা আবুল ফাতাহ মো. নুরুল্লাহ, মাওলানা বরকতুল্লাহ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আহমাদ মুসা, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা শরিফুজ্জামান রাব্বানী, মো. আলমগীর হোসেন, মো. কবির শাহ,মো লিমন, মো নুরুজ্জামান প্রমুখ।