কিশোরগঞ্জের হোসেনপুরে জায়গা দখল ও বাড়ি ঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তির অবৈধ জমি দখল ও বাড়িতে হামলার অত্যাচার জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আঃ মালেক (৭০) ও তার পরিবার।
বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগীর লিখিত অভিযোগে বলেন, অভিযুক্ত আউয়াল গংদের সাথে আব্দুল মালেকের দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পদের বন্টন ও ওয়ারিশ সূত্রে কেনা জায়গা থেকে বেদখল দেওয়ার চেষ্টা করে আসছে এ নিয়ে আদালতে মামলা চলছে।
গত সোমবার (২২ এপ্রিল) হামলাকারীরা তার সৎ ভাই ও প্রতিবেশী প্রভাবশালী সহযোগি ১৫/২০ জন আঃ মালেকের পৈত্রিক ও ক্রয়কৃত ভিটে বাড়ি অবৈধ দখল করার জন্য বিবাদী আওয়াল মিয়া গং রা দলবদ্ধ ভাবে বসত বড়িতে হামলা করে। এতে নারী ও শিশুসহ অনেকেই আহত হয়।
তাছাড়াও স্বর্ণাঙ্কার ছিনতাইসহ হামলায় ঘর ভেঙ্গে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আঃ মালেক বাদী হয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করে সুবিচার দাবী করেন। থানা অভিযোগ দেয়ায় অভিযোগ কারিরা আরও ক্ষিপ্ত হয়।
অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন