কিশোরগঞ্জের হোসেনপুরে পুমদী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এবং মির্জা আব্বাস ও মির্জা খোকনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নে ছাওয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন-পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মানিক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এড.মাজহারুল ইসলাম মাজাহার আহ্বায়ক জেলা কৃষক দল ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কৃষক দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এস এম মাহবুবুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবুল হাসিম সবুজ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহেদল ইউনিয়ন।
মো.মানসুরুল হক রবিন পৌর বিএনপি র সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভুঁইয়া, পুমদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাদেক রহমান ধনু, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: দুলাল মিয়া।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- পুমদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুল।
ইফতার ও দোয়া মাহফিলের উপজেলা সহ ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এটাই সর্বশেষ ইফতার ও দোয়া মাহফিল।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন