কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের লাউতলি বাজারে কিশোরগঞ্জ জেলা বাসদ (মার্কসবাদী) এর উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সকাল দশটায় লাউতলি বাজারে প্রায় শতাধিক নারী পুরুষ শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন হেলথ সার্ভিস ফোরামের কেন্দ্রীয় সংগঠক ডাঃ জয়দ্বীপ ভট্টাচার্য, অজিত দাস, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, সদস্য জমির উদ্দিন, মারফত আলী, সোহরাব মিয়া প্রমুখ।

বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।