কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান ভূঁইয়া ইন্তেকাল করিয়াছেন।

রবিবার (২৩ নভেম্বার) ভোর ৪:৩০ মিনিটে উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একি দিন বিকেল ৩ ঘটিকায় উপজেলার চরপুমদী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। প্রবীণ এ রাজনৈতিক নেতার মৃত্যু তে উপজেলা রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শাহেদল পুমদী, গোবিন্দপুর সিদলা, আড়াইবারীয়া, জিনারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করেন। হোসেনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, জেলা বিএনপি’র সভাপতি।

শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ সহ সকল অঙ্গসংগঠন প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।