কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (০১ অক্টোবর) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত মো. রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েক দিন আগে উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মাদকসেবী নাঈম মিয়াকে ফেসবুকে মাদক সেবন করতে নিষেধ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রামেল মিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।
এছাড়াও বিগত কয়েক দিন পূর্বে মাদকসেবীরা জিনারী এলাকায় গাঁজা সেবন করার সময় রামেল তাঁদের গাঁজা খেতে নিষেধ করেন। এ নিয়ে তাঁর সঙ্গে মাদকসেবীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদকসেবীরা রামেলকে দেখে নেওয়ার হুমকি দেয়।
পরে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামেল মিয়া স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একা পেয়ে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে, তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন