কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে দিকে নান্দাইল-হোসেনপুর সড়কের মাধখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার বাকচান্দা বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা জলসিড়িঁ এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এর একটি বাস মাধখলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের বেশীর ভাগই শ্রমিক। তারা উপজেলার কুড়িঘাট মোড়ে কাজের সন্ধানে আসছিলেন।

হোসেনপুর ফায়ার এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আহতদের মধ্য থেকে ৫ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলমান আছে। তবে।একজন নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে ক্রেন দিয়ে বাস উঠালে এটি নিশ্চিত হওয়া যাবে।