কিশোরগঞ্জের হোসেনপুরে সার্ভিয়ার না থাকায় দুর্ভোগে সেবা প্রার্থীরা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে দীর্ঘ চার বছর যাবৎ সার্ভিয়ার না থাকায় সেবা প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন।

জানা যায়; ২০২১ সালের জানুয়ারীতে এ পদে থাকা মনির হোসেনকে জেলা অফিসে বদলী করার পর তিনি সেখানে চলে যান। সে সময় থেকে অদ্যাবধি এ অফিসের জন্য স্থায়ী কোন লোক নিয়োগ না পাওয়ায় করিমগঞ্জ উপজেলার মাইনুল হাসান অতিরিক্ত দায়িত্ব পালন করে আসলেও কার্যত তিনি ভূমি সংক্রান্ত কোন সমস্যার কোন সমাধানে মাঠ পর্যায়ে যেতে পারছেন না; জমিজমা সংক্রান্ত বিরোধে একাধিক হত্যা ও মারামারির ঘটনায় দিন দিন বেড়েই চলছে। যে জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে প্রতিনিয়ত দেন দরবার করেও এর সুরাহা করা যাচ্ছে না।

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান জানান; সার্ভিয়ার না থাকায় দিন দিন ভূমি সংক্রান্ত জটিলতায় কাজের গতি ফিরে আসছে না। তিনি এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান চান।