কিশোরগঞ্জের হোসেনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২০ মার্চ) বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ উল্লাহ কায়সার।

হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মনজুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক সেলিম মাহমুদ সবুজ, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম রিপন মাস্টার, এ আই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল ইসলাম শফিক, সাহেদল ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক, জিনারী ইউনিয়ন বাহার উদ্দিন।

সিদলা ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান খোকন, আড়াইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আ: আউয়াল গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম হিমেল প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতি সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।