কিশোরগঞ্জের হোসেনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২০ মার্চ) বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ উল্লাহ কায়সার।
হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মনজুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক সেলিম মাহমুদ সবুজ, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম রিপন মাস্টার, এ আই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল ইসলাম শফিক, সাহেদল ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক, জিনারী ইউনিয়ন বাহার উদ্দিন।
সিদলা ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান খোকন, আড়াইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আ: আউয়াল গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম হিমেল প্রমুখ।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতি সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন