কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে ১০ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবা ও ০১টি সিএনজিসহ ০২ (দুই) মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা।

কিশোরগঞ্জ র‍্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জ র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২১ মে) বুধবার সকালে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে চলাচলরত যানবাহনে তল্লাশী চালিয়ে ০১ টি সিএনজিতে চালক ও যাত্রীবেশে থাকা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাগাইকান্দি এলাকার মৃত মোহাজ উদ্দীনের ছেলে মোঃ কামাল মিয়া (৩৫) এবং শ্রীনগর এলাকার আজহারুল ইসলামের ছেলে আলমগীর মিয়া (৩২)। সে সময় তাদের কাছ থেকে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজিসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নোমান আহমদ পিপিএম জানান, কুলিয়ারচর থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।