কিশোরগঞ্জে গাঁজা খেয়ে একজনের মৃত্যু
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে বৃহস্পতিবার এক গাঁজা সেবনকারী মারা যায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গুচ্ছ গ্রামের লিয়াকত আলীর ছেলে ডালিম হোসেন (৪২) প্রতিদিনের ন্যায় গতকাল রাতে অতিরিক্ত গাঁজা সেবন বাড়ী ফিরে আসে। নেশার চাপে মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এক পর্যায়ে বুকে ব্যাথা পেয়ে মাটিতে পড়ে যায়।
বাড়ীর লোকজন তাকে নিয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথেই সে যমুনেশ্বরী ব্রিজের কাছে এসে মারা গেলে সেখান থেকে ডালিম হোসেনকে তার বাড়ীতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদের সাথে কথা হলে তিনি জানান,আমার কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন নান্নুর বাজারে গাঁজা সেবনকারীরা এসে নান্নুর বাজারে গাঁজার আসর বসায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন