কিশোরগঞ্জে চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চাল আত্মসাতের মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন।

তিনি বলেন, আবুল কালাম আজাদের নামে চাল আত্মসাতের মামলা হলে তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে আসেন। জামিনের সময়কাল শেষ হলে বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল আদালতে হাজির হোন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারুর বিরুদ্ধে গত ১৫ জুন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছে চাল বিতরণে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন। ঘটনায় জড়িত থাকায় আসামি করা হয় গ্রাম পুলিশের সদস্য সোহাগ মিয়াকেও।