কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদিতে মিনি ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালক রাকিব (২২) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিহত রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আজাহাটি এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে কটিয়াদি উপজেলার আচমিতা মধ্যপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের মাইক্রোবাস ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোবাসের চালক রাকিবসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । গুরুতর আহত রাকিব কে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।