কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সকল ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ।
রবিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলার সকল ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুদয়াল সরকারি কলেজ শহীদ মিনারর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ‘ডিপ্লোমা চাই ডিগ্রির স্বীকৃতি নার্সদের অবমূল্যায়ন চলবে না, ডিপ্লোমা মানেই ডিগ্রি হোক ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উচ্চমাধ্যমিক শেষ করে নার্সিং কোর্সে ভর্তি হয়ে তিন বছর শিক্ষা জীবন শেষে ছয় মাস ইন্টার্নশিপ শেষ করার পরও আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চমাধ্যমিক পাশ। আমাদের বেলায় এমন বৈষম্য কেন? এতে আমাদের শিক্ষার অবমূল্যায়ন হচ্ছে।
তারা আরও বলেন, সমাজ আমাদের হেয় করছে। বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্য চাই না। নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহারপূর্বক অতি দ্রুত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ নার্সিং ইনস্টিটিউট নুরুজ্জামান আকাশ, কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী দিনা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন