কিশোরগঞ্জে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ – আহত ২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ জুন) বিকালে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন ও বাট্টা এলাকার মাঝামাঝিতে এ ঘটনা ঘটে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করগাঁও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা ও বাট্টা এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজকে করগাঁও এলাকার লোকজন বাট্টা এলাকার লোকজনের সঙ্গে তালপাতা বেচাকেনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।