কিশোরগঞ্জে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ – আহত ২৩
কিশোরগঞ্জের কটিয়াদীতে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ জুন) বিকালে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন ও বাট্টা এলাকার মাঝামাঝিতে এ ঘটনা ঘটে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করগাঁও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা ও বাট্টা এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজকে করগাঁও এলাকার লোকজন বাট্টা এলাকার লোকজনের সঙ্গে তালপাতা বেচাকেনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন