কিশোরগঞ্জে পাচারের সময় ৪৩০ বস্তা টিএসপি সার জব্দ
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪৩০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার চামড়াঘাট দিয়ে অবৈধভাবে পাচারের সময় এসব সার জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামড়াঘাট এলাকায় নরসুন্দা নদীতে নৌকা থেকে চোরাই এসব সার একটি ট্রাকে তোলা হচ্ছিল। এলাকাবাসী এ ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ৪৩০ বস্তা টিএসপি সার জব্দ করে। তবে এ সময় ট্রাকের চালক ও নৌকার মাঝিসহ অন্যরা পালিয়ে যায়।
সার বোঝাই ট্রাকটি করিমগঞ্জ উপজেলার সুথারপাড়া ইউনিয়নের গণেশ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: তাজউদ্দীন ও শফিকুল ইসলাম শাহিনের উপস্থিতি করিমগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের ধারণা সুনামগঞ্জ জেলা থেকে নদী পথে অবৈধভাবে এসব সার কিশোরগঞ্জে করিমগঞ্জে আনা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন