কিশোরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন কে আটক করেছে র‍্যাব

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকা থেকে ৫১ (একান্ন) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি মিনি ট্রাক সহ ০২ (দুই) মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় একটি মিনি ট্রাকের পিছনে তাবু দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় রক্ষিত ৫১ (একান্ন) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি মিনি ট্রাকসহ মোঃ ইব্রাহিম (২৩) পিতা-মোঃ নুরুল ইসলাম।

অনুরাগ, উপজেলা-নলিছিটি, জেলা-ঝালকাঠি, ও মোঃ আকরাম গাজী (৫২) পিতা-মৃত আলী বক্স, শ্রীকণ্ঠপুর, উপজেলা-পাইকগাছা, জেলা-খুলনা কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে একি দিনে অপর এক অভিযানে ভৈরব থানার দুর্জয় মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বাসের সিটের নিচে অভিনব কায়দায় রক্ষিত ৩৮ (আটত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৪,১৪০ (চার হাজার একশত চল্লিশ) টাকাসহ মোঃ আবুল হাসান ওরফে প্রান্থনাথ (২৭) পিতা-মৃত সুনীল চন্দ্রনাথ, মোছাঃ খাদিমা বেগম (৩৭) পিতা-মৃত সুধন মিয়া, উভয়ই রসুলপুর এলাকার।

উপজেলা মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এবং মোঃ আশরাফুল ইসলাম (৩৫) পিতা-মৃত নুরুল ইসলাম, মোড়োলো আজাপাড়া এলাকার, উপজেলা,ধামুইরহাট, জেলা-নওগাঁদেরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভৈরব র‍্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নোমান আহমদ পিপিএম জানান, ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।