কিশোরগঞ্জে বাসদ মার্কসবাদীর ঈদ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা বাসদ মার্কসবাদী।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা গোবিন্দপুর বাজার কার্যালয়ে শতাধিক গরীব ও দুস্থ মানুষের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ঈদসামগ্রী বিতরণ করেন বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক মোঃ আলাল মিয়া , আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জমির মিয়া, মারফত আলী, গোলাপ মিয়া প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন