কিশোরগঞ্জে বাসদ মার্কসবাদীর ঈদ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা বাসদ মার্কসবাদী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা গোবিন্দপুর বাজার কার্যালয়ে শতাধিক গরীব ও দুস্থ মানুষের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ঈদসামগ্রী বিতরণ করেন বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক মোঃ আলাল মিয়া , আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জমির মিয়া, মারফত আলী, গোলাপ মিয়া প্রমুখ।