কিশোরগঞ্জে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন


কিশোরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ হারুন ও পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া মাহমুদ ঝুমনের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার গৌরাঙ্গ বাজার ফুটপাত ব্যবসায়ী ও হারুয়া এলাকাবাসী।
বুধবার (১২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গৌরঙ্গবাজার ফুটপাত ব্যবসায়ী মো. করমআলী, হারুয়া এলাকাবাসী মো. ইব্রাহীম, সুরবি ইসলাম, সানিয়া আক্তার, মোছা. পলি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা ফ্যাসিস্টদের দোসর প্রকাশ্যে মাদক ব্যবসায়ী ওমর ফারুক, অস্ত্রধারী চাঁদাবাজ সুমনসহ বিএনপির মান ক্ষুন্নকারীদের বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা আরো বলেন, প্রকাশ্যে তারা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। কেউ বাঁধা দিলে তাকে টার্গেট করে তার বাড়িঘরে হামলা চালায়। তাদের অত্যাচারে আমাদের স্বামী-সন্তানেরা ঘর থেকে বের হতে পারছেনা। বের হলেই অবৈধ অস্ত্র দিয়ে আঘাত করে।
এ ছাড়া তারা দলবল নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন