কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী পরিদর্শন ও গণ-সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী পরিদর্শন, গণ-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এই নদী পরিদর্শন, গণ-সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ।
এদিন সকালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কাউনার স্লইসগেইট, জামাইল স্লইসগেইট, হাজীপুর স্লইসগেইট পরিদর্শন শেষে জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এরপর বিকেলে জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন।
মঈদুল হক খান, বাপার সদস্য হাফিজুর রহমান, আরটিভি স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, বাপার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি রুহুল আমিন, আব্দুল কাদের হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মীর জাহান ভূইয়া, কোষাধ্যক্ষ নুরুল কবির, নির্বাহী সদস্য আব্দুল জব্বার জুটন, আতাউল হাসান দিনার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, অবিলম্বে নরসুন্দা নদীর উৎস মুখের স্লইচগেইট অপসারণ এবং সব অবৈধ দখলদারদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি তালিকা অনুযায়ী এইসব অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নদী ও জলাধার, আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের আধার কাউনার স্লইসগেট অপসারণ, নরসুন্দা নদী সংস্কার ও এর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত নদী পরিদর্শন, গণ-সমাবেশ ও মানববন্ধনে পরিবেশবাদি-সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন