কিশোরগঞ্জে মাদকসহ ইউপি চেয়ারম্যান ও জর্জ কোর্টের উকিল গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী অভিযানে বিদেশী মদসহ একজন ইউপি চেয়ারম্যান ও জর্জ কোর্টের উকিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান ভুঁইয়া (৪৬)।

তিনি ওই এলাকার আতপাড়া গ্রামের আব্দুর রওফ ভুঁইয়ার ছেলে, অপর জন হলেন কিশোরগঞ্জ জর্জ কোর্টের উকিল মো. সানোয়ার হোসেন রুবেল (৪৬)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম তারাপাশা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে এবং তাদের প্রাইভেটকারের চালক মো. সাইম (২৫)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চরশোলাকিয়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানা পুলিশ উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজার এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায়।

এসময় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফের নেতৃত্বে সঙ্গীয় একদল পুলিশ এরশাদ মাইক সার্ভিস এন্ড সাউন্ড নামে এক দোকানের সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড় করিয়ে তল্লাশি চালায়। এসময় প্রাইভেটকারে থাকা এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকির ইউপি চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জর্জ কোর্টের একজন উকিলসহ তিনজনকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

এছাড়াও চেয়ারম্যান ও উকিল সাহেবের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও মিঠামইন থানায় বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।