কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে।
কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, এর ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জে এটাই দলটির প্রথম কোনো মিছিল। ইতিমধ্যে ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কে বলেরে মুজিব নাই মুজিব সারা বাংলায় ,স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কারোও সাথে যোগাযোগ করা যায়নি। একাধিক নেতার মোবাইল ফোনে কল দিলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লা আল মামুন জানান, হঠাৎ করে কিছু লোক একসাথে জড়ো হয়ে ঝটিকা মিছিল করে তাৎক্ষণিক ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছেন। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন