কিশোরগঞ্জে শব্দ তরঙ্গ ছড়া সাহিত্য পুরস্কার পেলেন শাহ আলম বিল্লাল
গতকাল শনিবার কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরিতে শব্দ তরঙ্গ প্রকাশনীর উদ্যোগে পদক প্রদান ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয় বিকাল বেলায়। প্রধান অতিথি জনাব আজিজুল হক সুমন সহকারী পরিচালক, সরকারি গণগ্রন্থাগার, কিশোরগঞ্জ।
কবি আফসার আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি বোরহান উদ্দিন, শেখ শফিক কবি ও কথাসাহিত্যিক, জালাল মোহাম্মদ গাউছ শাওন, কবি আসিফুজ্জামান খন্দকার। অনেক কবি, ছড়াকার, শিল্পী, সাংবাদিক উপস্থিত ছিলেন।কবিতা,ছড়া, আবৃত্তি ও আলোচনা শেষে বারো জন কবি ও ছড়াকার কে বিভিন্ন ক্যাটাগরিতে শব্দ তরঙ্গ সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।
কবি, ছড়াকার ও সাংবাদিক শাহ আলম বিল্লাল কে ছড়া সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন