কিশোরগঞ্জে শ্রমিক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১ টায় গোবিন্দপুর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমরেড আলাল মিয়া, আব্দুল আউয়াল, সোহরাব মিয়া, জমির উদ্দিন বেপারী প্রমুখ। সঞ্চালনা করেন মোঃ এবাদুল হক।
গাজীপুর কোনাবাড়িতে এক বিদ্যুৎ মিস্ত্রিকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মালিকপক্ষের গাফিলতির জন্য যে একজন শ্রমিককে জীবন দিতে হলো, মালিককেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। নিহত শ্রমিকের পরিবারকে অন্তত ৫ বছরের পূর্ণ ক্ষতিপূরণ দিতে অনুরোধ জানানো হয়।
এছাড়াও দেশের চলমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়। কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্যে একজন নারীর উপর যে পাশবিক নির্যাতন হয়েছে, তার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানানো হয় উক্ত মানববন্ধনে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন