কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫০৯ বস্তা চাল জব্দ
কিশোরগঞ্জে চাল ব্যবসায়ী সুলতান মিয়ার চরশোলাকিয়া গাছবাজার গোডাউন থেকে ৫০৯ বস্তা প্রায় ২৫ টনের অধিক অবৈধ চাল আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৪ আগস্ট) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চালের গোডাউনে গিয়ে চাল আটক করে।
পরদিন রবিবার (২৫ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব রুবাইদুর রানা(চলতি দায়িত্বে) সেনাবাহিনীর অভিযানে দলের সাথে গিয়ে চালের সঠিক পরিমাণ নির্ণয় করে ৫০৯ বস্তা চাল জব্দ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন