কী আছে ট্রাম্প-কিমের যৌথ নথিতে?
সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক যৌথ নথিতে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে ওই নথিতে স্বাক্ষর করেন তারা।
কী আছে নথিতে?
এক. উত্তর কোরিয়া- যুক্তরাষ্ট্র দুই দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন।
দুই. কোরীয় উপদ্বীপে স্থায়ী, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ শাসনব্যবস্থা গড়ে তুলতে উভয় দেশ তাদের প্রচেষ্টায় অংশ গ্রহণ করবে।
তিন. গত ২৭ এপ্রিল পানমুজম ঘোষণা অনুযায়ী কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার দেয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত।
চার. যুদ্ধবন্দীদের উদ্ধারের অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে যাদের সনাক্ত করা গেছে তাদের নিজ নিজ দেশে শিগগিরই প্রত্যাবাসন।
সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন