কুকুর ও রাজহাঁসের সখ্যতা!

চারদিকে মানুষে মানুষে বিভেদ, হানাহানি নিত্য ঘটনা। এই করোনাকালেও থেমে নেই মানুষে মানুষে সংঘাত। এই তো তিন দিন আগে ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম করল সন্ত্রাসীরা। এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এ রকম আরও অসংখ্য ঘটনা প্রতিদিনই ঘটছে। এরমধ্যে শিক্ষনীয় অনেক ঘটনাও দেখা যায় চোখের সামনে।

মানুষে মানুষে বিভেদ, সংঘাতে ভীড়ে পশুরা নিঃস্বার্থ ভালোবাসায় মগ্ন। এই কুকুর আর রাজহাঁসের এমন ভালোবাসা সত্যিই বিরল।

মৌলভীবাজারের তিলকপুর গ্রামের আম বাগানে কুকুর ও রাজহাঁসের বিরল এই ভালোবাসার দৃশ্য ছড়িয়ে পড়েছে চারদিকে।