কুড়িগ্রামর ভূরুঙ্গামারীতে শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/IMG20240906162329-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে সিনিয়র ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা সভাপতি তাইফুর রহমান এর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সোনাহাট ডিগ্রি কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ আনোয়ার হোসেন এবং জেলা ট্রেড সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এতে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিনিয়র ফাযিল মাদ্রাসার সহঃঅধ্যাপক মাওলানা মোঃ মাহবুবুল আলম। উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন