কুড়িগ্রামের উলিপুরে মহিলা দলের সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ে উলিপুর উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা।

উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম ৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত তাসভীর উল ইসলামের সহধর্মিনী ডাঃ রেয়ান আনিস।

উলিপুর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম লাভলী, লাবনী আকতার, রুবিনা বেগম সহ উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

এ সময় ১৩ টি ইউনিয়নের মহিলা দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, নারীদের উন্নয়নে বিএনপি সব সময় অগ্রণী ভুমিকা পালন করেছে। সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাসভীর উল ইসলামের পক্ষে নারী কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।