কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাক্ষর জাল করে ৪লাখ টাকা নিয়ে উধাও বিআরডিবি পিয়ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মকর্তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এর ৪ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে পালিয়েছে ঐ অফিসের অফিস পিয়ন সুজন মিয়া (২৮)।

রোববার (২১ মে) সকালে স্বাক্ষর জাল করে অগ্রণী ব্যাংক লিঃ, ভূরুঙ্গামারী শাখা থেকে এটাকা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

বিআরডিবির ভূরুঙ্গামারী উপজেলা কার্যালয় সূত্রে জানাযায়, ব‍্যাংক থেকে টাকা উত্তোলনের ম্যাসেজ মোবাইলে পাওয়ার পর ব্যাংকে এসে ঘটনাটি জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান হক। অফিস পিয়ন সুজন মিয়া
ব‍্যাংক থেকে টাকা উত্তোলন করেছে মর্মে নিশ্চিত হওয়ার পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান হক জানান, অগ্রণী ব্যাংক ভূরুঙ্গামারী শাখায় আমার ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের যৌথ স্বাক্ষরে উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করণ কর্মসুচির (উদকনিক) একাউন্ট পরিচালিত হতো। অফিস পিয়ন ঐ একাউন্টের চেকবহি চুরি করে আমাদের দু’জনের স্বাক্ষর জাল করে রোববার সকালে ৪ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে পালিয়ে যায়। পরে মোবাইলে ম্যাসেজ আসলে ব্যাংকে উপস্থিত হয়ে ঘটনা জানতে পারি। এব্যাপারে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।