কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ আসামী ধরায় বাদিকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ কর্তৃক আসামী ধরার পর মামলার বাদি লুৎফর রহমান (৩৮) কে কুপিয়ে গুরুত্বর জখম করেছে বিবাদী পক্ষের লোকজন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) রাতে উপজেলার চর- ভূরুঙ্গামারী গ্রামে এই ঘটনা ঘটে। আহত যুবক ওই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, লুৎফর ও তার চাচা আমিনুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এসব ঘটনায় থানায় একাধিক মামলা হয়। সর্বশেষ গত বুধবার (৪ সেপ্টেম্বর) আমিনুল ইসলামকে প্রধান আসামী করে ভূরুঙ্গামারী থানায় আরো একটি মামলা দায়ের করেন লুৎফর।
বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার এজহার ভূক্ত আসামী আব্দুল জলিল (৫০) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত আটটার দিকে চর ভূরুঙ্গামারী বাজারে গেলে বিবাদী পক্ষের লোকজন লুৎফরকে এলো পাতারি কুপিয়ে মারাত্মক জখম করে। এলাকাবাসী মূমুর্ষু অবস্থায় লুৎফরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লুৎফরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুনরায় পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন