কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি ও জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি ও জড়িতদের বিচারের দাবীতে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্বৈরশাসক হাসিনার শাসনামলে গুম হওয়া সকল নাগরিকদের মুক্তি, আওয়ামিলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড, নেতাকর্মীদের নির্যাতনের ও নিপিড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ভুরুঙ্গামারীতে উপজেলা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী
সরকারি কলেজ ছাত্রদল, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদল, ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখা ছাত্রদল এক যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুল হোসাইন, যুগ্ম- আহবায়ক মোঃ রেজাউল করিমসহ কলেজ ও মাদ্রাসা শাখার আহবায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন