কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রদল এর কার্যালয়ে এই আয়োজন করা হয়।

উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুল হোসাইন এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক, ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, কলেজ শাখার আহবায়ক রোকুনজ্জামান রনি, সদস্য সচিব জাহিদ ইরফানসহ উপজেলা ছাত্রদল ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মী উপস্থিত ছিলেন।