কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ভোটার দিবস পালিত

“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে (২ ফেব্রুয়ারী) রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা,উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা মৎস্যকর্মকর্তা (চ:দা:)নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহা মানিক প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ইউনিয়নের সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীগন।