কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রি মহলের বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জানিয়েছে ভূরুঙ্গামারী প্রেসক্লাব।
জানাগেছে, গত (২২ মার্চ) দিবাগত রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে ফ্যাসিস্ট সাজিয়ে বাংলাদেশ প্রেসক্লাব আনোয়ার হোসেন আরিফ ও কুদ্দুস আলী যোগসাজশে মিথ্যা পোস্ট দেয়। এঘটনায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে ভিত্তিহীন মিথ্যা পোস্টকারী ব্যক্তিগণের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য এমদাদুল হক মন্টু গত ২০১৬ সালে ১ এপ্রিল ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে। যা দৈনিক প্রথম আলো ও যুগান্তর সহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
অনুসন্ধানে জানাগেছে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মৎসজীবী লীগের সদস্য। তার বিরুদ্ধে গত ২০২২ সালের ৩০ আগস্ট কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কুড়িগ্রাম প্রতিনিধি রাজু মোস্তফিজ প্রতারণা অভিযোগ দায়ের করেন। অপরদিকে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা-মামলার আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত ৫ জানুয়ারি ২০২৫ উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের মাদককারবারি হাফিজুর ও তার স্ত্রীকে আটক করে থানায় আনার সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে আমাসব ছিনিয়ে নেয়ার মামলায় রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এছাড়া তার বিরুদ্ধে পাইকেরছড়া ইউনিয়নের আব্দুস ছাত্তারে জমি দখল সহ উপজেলা বিভিন্ন এলাকায় প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তার অপকর্মের বিষয়ে সংবাদ প্রচার করে এশিয়ান টিভি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন