কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ড কাপ (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে ভূরুঙ্গামারী ইউনিয়ন ফুটবল একাদশ ও শিলখুড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় ভূরুঙ্গামারী ইউনিয়ন ফুটবল একাদশ ৬-০ গোলে শিলখুড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
এসময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, ওসি রুহুল আমিন, উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এসময় অংশ গ্রহণকারী সকল খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে লেবু ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন